হাছন রাজা কয় এক বিনে দুই নাই আল্লা জগতময় । কোনো জায়গা ছাড়া নাই মাবুদ আল্লা বয় ।। আল্লা বিনে কিচ্ছু নয় সবই আল্লা হয় । ত্রিজগত জুড়িয়া দেখি ঠাকুর আল্লা ময় ।।