তেন্দর মেন্দর করিসনা লো নৈরাশী ।
হাছন রাজায় ধরিয়ে মারিয়ে করবো লো তোরে দাসী ।
আমারে ভুলাইতে চাস হাসিয়ে লো মুচকী হাসি ।
কখনো না থাকবো হাছন তোমারে ভালবাসি ।
কিনা মন্ত্র পড়িয়ে লো তুই লাগাইলি প্রেমের ফাঁসি ।
হাছন রাজারে বন্ধ করতে পারবে না ভাবী মাসী ।
আমার সঙ্গে জাঁক করিসনা, যাইসনা লো ঘসি ঘসি
জানোসনা হাছন রাজারে এখনি ধরবো ঠাসি ।।