দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩৫১

মোরে ডাকে ডাকেরে হাছন রাজা লাঙ্গে ।
জল ভরিতে গিয়াছিলাম সুরমা নদী গাঙ্গে ।
হাসি হাসি কয়রে কথা কত রঙ্গে ঢঙ্গে ।
আঁখি টারিয়া মন ভুলাইয়ে যৌবন আমার মাঙ্গে ।
তাইসে বেড়া লাগিয়ে পড়ি গেলাম ঠেঙ্গে ঠেঙ্গে ।
সাক্ষাতে আসিয়া আমার গায়ের বাস শুঙ্গে ।