দেখিয়া তোর বাকা মুখ এলো সখী বেউফা ।
আমি তো হইলাম পাগল সঙ্গী হইলো মোর দিলবর ধোপা ।
পায়েতে পড়িয়াছে রুপা, মাথে দিছো ফুলের ঝোপা ।
দেখতে লাগে বড় তোফা, বাপে পুতে করলে ক্ষেপা ।
গাওখানি তোর সোনার লেখা, কিন্তু তোর বড়ই চোপা ।
হাছন রাজায় বলে তোর সঙ্গ লইলে নাই মুনাফা ।