হাছন রাজায় আমারে এগো পাগল করিলো ।
আঞ্জা করিয়ে ধরি মোরে কোলে লইলো ।
প্রেমের মন্ত্র পড়ি আমার কানে শুনাইলো ।
সে অবধি তার প্রেমে মন মজিলো ।
না জানি আমারে কি যাদু করিলো ।
প্রেমচ্ছলে আমারে যে গাঁথিয়ে প্রাণ নিলো ।
অন্য কেউ না চাহে মনে একী একী হইলো ।
তার পানে মন মোর মজিয়ে রইলো ।
মরণকালে সেজদায় এই বলিলো
হাছন রাজারে বুকে লইয়া সেজদা করিলো ।।