হাছন রাজা হইছে পাগল প্রাণ বন্ধের লাগি ।
ভালো মতে ঘুম ধরেনা কত যে জাগি ।
হাছন রাজা হইছে পাগল প্রাণ বন্ধের লাগি ।
কেউ নাই দেখতে পারে হইছে অনুরাগী ।
মুল্লা মুন্সীয়ে দেখতে পারেনা দেখেলেই ভাগি ।
আল্লার সনে ছাড়া নয় মুই তার লাগি যোগী ।
মুর্শীদ আল্লার জন্য করিয়াছি সকলকে ত্যাগী ।