ঠাকুর ছাড়া থাকবোনা রে আর ।
দাস হয়েছি আমি তার ।
ঠাকুর ছাড়া থাকবোনা রে আর ।
বসিয়া আছি ঠাকুর ঘরে কেমনে করিবে বার ।
ঠাকুরের প্রেমে মজিয়া আছি ।
তার কাছে মোর প্রাণ সঁপিয়াছি ।
তারে ছাড়িয়া নাই বাঁচি ।
পড়িয়া আছি তার দ্বার ।
হাছন রাজা দাস হইয়া ।
রইছি তার পানে চাইয়া ।
যাবোনা ঠাকুর ছাড়িয়া ।
এই মনে হাছন রাজায় ।।