পিরীতের মানুষ যারা, আউলা ঝাউলা হয়রে তারা ।
হাছন রাজায় পিরীত করিয়া হইয়াছে বুদ্ধি হারা ।
পিরীতের এমনি ধারা, মনপ্রাণ করে সারা ।
আরো করে কারাবারা লাগলো যার পিরীতের বেড়া ।।
হাছন রাজা আউলা হইয়ে, ডাকতে আছে মওলা বলিয়ে ।
নাচতে আছে ফালাইয়ে, হইয়ে প্রেম প্রিয়সীর মারা ।।