দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪০২

হাছন রাজারে ঠাকুরে পাগল করিয়াছে ।
ফালায় ফালায় হাছন রাজা আর নাচে নাচে ।
ঠাকুরের পাগল হাছন রাজা আর তো কারো নয় ।
আঙুল নাচাইয়া নাচে কারে দিয়া ভয় ।
আমি যার পাগল হইছি সংসারেরই কর্তা
ভবের সঙ্গে তোদের পিরীতি কেবলমাত্র বৃথা ।
ছাড় ছাড় ভবির প্রেম ছাড় যে সংসার ।
যা করিবার করিয়াছো করিসনা রে আর ।
পাগলা হাছন রাজায় দেখ পিরীত করছে সায় ।
ঠাকুরের ভাবে মন লাগাইছে ঘরাই আল্লার ।