হাছন রাজায় কয়, ভাবিয়া চিন্তিয়া দেখি আমি কিছু নয় ।
যেই দিকে চাই আমি দেখি আল্লা ময় ।
আগে আল্লা পাছে আল্লা, আল্লা যে হয় ।
এক বিনে দুই দেখিনা হাছন রাজা কয় ।
আল্লা ছাড়িয়া থাকা আমার মনে নাই লয় ।
আল্লা দেখি হাছন বলে আমার জয় জয় ।
নাচে নাচে হাছন রাজা ছাড়িয়া মনের ভয় ।
আমি আল্লা ঠিক জানিয়া আয়নুল হক কয় ।