দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩১২

হায়রে হাছন রাজারে
দিন গেলো তোর বেভুলে মজিয়া রে ।
না লইলায় আর আল্লাজির নাম ।
না করলায় আল্লাজির কাম ।
বৃথা কাজে দিন গেলো তোর গৈয়ারে ।
ভবের বাজার আসিয়া
সব গিয়াছো তুমি পাশরিয়া
আরে মাবুদ আল্লা গিয়াছো ভুলিয়া রে ।
হইয়া রিপুর বশী, পরেরে আপনা বাসি
ছাড়িয়া রইলে আপন প্রিয়ারে রে
এখনই হুশ কর, পরকে ছাড়িয়া আপন ধর ।
ধর ধর দৃঢ় মন করিয়া রে ।
পাকিলো তোর মাথার কেশ ।
ভুলিয়া রইলে আপন দেশ ।
এখনো কি ভুলিয়া রইলে রে ।
ঘুমেতে রইলে পড়িয়া ।
দন্তগুলি তোর গেলো নড়িয়া
এখনো কি নাই জাগিবারে ।
জাগো জাগো হাছন রাজা ।
কত করবে রে আর ভবে মজা ।
জাগিয়া পরকালের ভাবনা ভাবো রে ।
প্রভুর চরণ ধরো সবে, মনে না রাখিয়া ।
প্রভু বিনে না রাখিও ওরে ।
হাছন রাজায় দেয় লক্ষ লক্ষ
আরে লক্ষ লক্ষ ভক্তি দেরে চরণে রে ।।