দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৮৯

কেউ জানেনা রে পিরীতের ধারা ।
হাছন রাজা পিরীত করিয়ে হইছে কারা কারা ।
যখন আসি প্রেম প্রেয়সী দেখায় তারা বারা ।
দেখামাত্র হাছন রাজা হইয়া যায় সারা ।
আঁখি দুইটি ঝলমল করে আসমানের তারা ।
দেখে হাছন রাজায় নাচে হইয়ে প্রেমের মারা ।
হাছন রাজা পিরীত করে জিতে হইছে মরা ।
কত মতে ধরতে চায় পারেনা অধরা ।।