দেখিয়া তোর পিন্দনের শাড়ী লাল কিনারি ।
আহা মরি রাই কিশোরী ।
তব সম সুন্দরী গো নাই আছে ভবপুরী
কি কবো তোর রুপের কথা ।
অন্তরে হইছে খাতা আর হইছে মনে ব্যাথা ।
এখন আমি কিযে করি ।
প্রাণ মোর নিলো হরি দেখবো তারে নয়ন ভরি ।
আহা আহা মরি মরি কিমত করিয়া তোমায় ধরি ।
দিওনা গো ফাঁকিফুঁকি সদাই যে নয়নে দেখি
বলি তবে চন্দ্রমুখী দাস হইয়াছি তোমারি ।
হাছন রাজায় বলে এগো আমারে চরণে রাখ
পদতলে নামটি লেখ রাধা গো, এগো পেয়ারী ।