প্রাণ গেলে পেয়ারী ছাড়বোনা তোরে ।
এই বলিয়া হাছন রাজা আঞ্জা করিয়া ধরে ।
হাছন রজা ধরিয়ে পেয়ারীর নাকে দিয়ে নাক ।
হৃদয়ে বিছানা দিয়ে বলে এথা থাক ।
মুখের মধ্যে মুখ দেয় বুকে দিয়ে বুক ।
এরে দেখিয়া হাসতে আছে লক্ষণছিরির লুক ।
হাসুক হাসুক দেশের লোকে, তাতে ক্ষতি নাই ।
জন্মে জন্মে পরকালে প্রেয়সীরে পাই ।
হাছন রাজা মরিয়া যাইবো তোমায় না ছাড়িবো ।
হস্তে পদে বেন্ধিয়ে তোমায় হৃদয়ে রাখিবো ।