প্রাণ রে তোমায় ছাড়িয়া আমি থাকবো না ।
তুমি যদি সর সর করো তবু আমি যাইবোনা ।
প্রাণ রে তুমি যদি ছাড়ো মোরে, আমি নাই ছাড়বো তোরে ।
পড়িয়া থাকবো তোর ঘরে ।
ঘর থাকিয়া বাইর হইবো না ।
মার কাট যাই কর আমি যে তোমার ।
গলে যদি ছুরি ধরো তবু আলগ থাকতে পারবো না ।
প্রাণে যদি মারো মোরে ছাড়বোনা তোরে ।
হাছন রাজা যদি মরে তোমায় ছাড়া রইবো না ।