ভালা নাচে নাচেরে ভালা
বসন্ত সময়ের কালে ভালা নাচে ।
বন্ধু আইলো বন্ধু আইলো হাছন রাজার কাছে রে ।
ভালা বসন্ত সময়ের কালে ।
মুখের ঘাম হাছন রাজার গামছা দিয়া মুছে ।
পুছিয়া পাছিয়া চান্দমুখে দিতে আছে বুছে রে ।
এক চিত্তে বলতে আছে কেবল প্রিয়া প্রিয়া রে ।
হাছন রাজায় আর কি ছাড়ে করিয়া আছে আন ।
কত তপস্যে পাইছে প্রাণের প্রাণ রে ।