চিকন কালা চিকন কালা ও চিকন কালা ।
তুমি বিনে অন্য কেউরে নাই লাগে ভালা ।
গলেতে পড়িয়া আছো বনফুলের মালা ।
থরে থরে করো তুমি কতই যে খেলা ।
কেউরে মারো কেউরে জিয়াও কেউরে দেও জ্বালা ।
তোমারে চিনিয়াছি আমি অড় জলের সালা ।
হাটিয়া যাইতে সখীগণে ধরিয়া মারে ঠেলা ।
সকল সখী লইয়া তুমি সদাই করো খেলা ।
তোমার শিক্ষা শিখিয়া হাছন রাজা মস্ত হইলা ।
সুন্দর নারী দেখলে পরে দাবী ধরে গলা ।
নারীই মূল নারীই কূল তাতে নাই ভুল ।
নারী ভেদ বুঝলে পরে ফোটে হৃদয়ের ফুল ।