দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪২৯

ঠাকুরের লাগিয়া চিত্তে মোর বাইরম বাইরম করে গো ।
কিবা যাদু করলো মোরে ঠাকুরে আমারে গো ।
না জানি কি জ্বালা গো হইলো আমার অন্তরে ।
হুতাশ হুতাশ করে গো মনে থাকতে নারি ঘরে গো ।
চান্দমুখ না দেখিলে ঘরে রইতে নারি ।
তিলেক পলকমাত্র বঞ্চিতে না পারি গো ।
ঠাকুর আমার হৃদয়ের মাঝে পর্দা দিয়া আছে ।
পর্দার ভিতর থাকিয়া ঠাকুর রঙ্গে রঙ্গে নাচে গো ।
তার লাগিয়া পাগল হইয়া রইতে না পারি ।
তার সঙ্গে প্রেম করিয়া হাছন রাজা জরি গো ।