দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৪০

না জানি কি করবো বন্ধে মোরে গো প্রাণ সজনী ।
না জানি কি করবো বন্ধে মোরে গো ।
রাখবো কি না রাখবো কোলে, কি ফেলিয়া দিবো ।
এই কথা মনে হইয়া ভাবনা চিন্তা করি ।
আদরে রাখবোনি ঘরে, কি করবো মোরে পরী গো ।
সই, রাখতে যদি নাই চায় তাহারও ঘরে ।
পায়ে পড়িয়া কাকুতি মিনতি করিমু তাহার গো ।
সেই, তবে যদি পদে মোরে রাখিত না চায় ।
দুসাইয়া ভাঙ্গিমু মাথা তার রাঙ্গা পায় গো ।
সই, মনে লয়ে দয়ার ঠাকুরে দয়ায় করিয়া ।
লইবে তার কাঙ্গালেরে কোলে উঠাইয়া গো ।
সই, এই আশা আছে কাঙ্গাল হাছন রাজার ।
প্রাণের বন্ধে রাখবে পদে কাঙ্গালকে তাহার গো ।