ঠাকুর চিনিয়া যদি ধরো, আপন পরিচয় করো ।
খোজ করিয়া ধরো ঠাকুরে দেহের ভিতর ।
আপনাকে চিনতে পাইলে ঠাকুর চিনতে পারো ।
আপনাকে চিনলে ঠাকুর চিনিবায় তোমারো ।
অন্য দিকে যাইয়োনা রে ঠাকুর তোমার ঘরো ।
নিজ জড়ে ধ্যান করলে ঠাকুর মিলবে তোর ।
ঠাকুর আমার আমি ঠাকুরের ঠাকুর নয়রে পর ।
এক বিনে দুই নাই বুঝতে যদি পারো ।
অন্যখানে নয়রে ঠাকুর ঠাকুর যে অন্তর ।
মিছামিছি এদিক সেদিক কেন তোরা ঘুরো ।
হাছন রাজায় বলে ঠাকুর সিয়ে সিয়ে ধরো ধরো ।
ঠাকুর নাই ধরলো যেই, সেই তো বর্বর ।