নতুন যৌবনকালে রে কত লোকে চাইয়া যায় ।
যৌবন গেলে দেখরে প্রাণ কেউ নাই ফিরে চায় ।
যৌবন যখন মোর ছিলো, কত জনা পাগল হইলো ।
কত জনার মন মজিলো, দেখিয়ে আমায় ।
কত জনা হইলো ফানা, দেশের লোকের আছে জানা ।
পারলোনা করে মানা বাপে আর মায় ।
আমার যৌবন দেখি মত্ত হয় কত সখী ।
বাইছে কত উকি বাকি করিয়ে হায় হায়
আমার রঙ ছিলো রাঙা, করিয়ে কত আঙ্গা ডাঙ্গা
কত বিবি বইলো হাঙ্গা ঘটিয়ে প্রেমের দায় ।
এখন সেই যৌবন কথা, মনে হইলে হয় ব্যাথা ।
পার না আর তেড়া সিতা হাছন রাজায় ।।