ওরে হাছন রাজা মিয়া, প্রেমের বান্ধন বান্ধো রে
দিলের জিঞ্জির দিয়া ।
আরে ছুটিতে না পারে যেন প্রাণবন্ধু প্রিয়া ।।
এমন বান্ধন বান্ধবে তারে দিল দড়াইয়া ।
এক মনে তার প্রেমেতে যাইয়ো রে মজিয়া ।।
দৃঢ় মনে প্রেম করিও বুঝিয়া সুঝিয়া ।
দিন রাইতে তার পানেতে রইও রে চাহিয়া ।।
তিলে পলে কোন কালে না থাকিও ভুলিয়া ।
থাকিও থাকিও হাছন রাজা দিল লাগাইয়া ।।
প্রাণবন্ধে লইবে তোরে কোলে উঠাইয়া ।
দিলের হযরত তোর যাইবে রে মিটিয়া ।।
হাছন জানে বলে তোরে তোর মাঝে থাকিয়া ।
আমার কথামতে চললে পাইবায় রে রঙ্গিয়া ।।
হাছন রাজা শুনিয়া বলে না দিবো ছাড়িয়া ।
অবশ্য হাছন জানরে করবো আমি বিয়া ।।