দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩৬১

আজব সুন্দর তোমার আঁখি, এগো চন্দ্রমুখী
হাছন রাজার মনের সাধ সদাই তোরে দেখি ।
তিলেক মাত্র না দেখিলে চাই উকি বাকি ।
স্থির হইতে না পারি মনে উঠে থাকি থাকি ।
কেমনে কিযে করে মনে এগো প্রাণ সখী ।
না দেখিলে প্রাণ বাঁচেনা যাদু কইলো নাকি ।
হাছন রাজা তাইরে দেখিয়ে প্রেমে গেছে ঠেকি ।
আমার কপালের লেখা আমি এখন লেখি ।