দেখিয়া সুন্দরীর তারা বারা হাছন রাজা চৌধুরী হইলো মারা । নব গুঞ্জফুলে বাঞ্চি মাথে রয় জরা । হাছন রাজারে দেখিয়া দেখ মুখটা দেয় মুরা । তাইর প্রেমেতেই হাছন রাজার লাগবো এরা বেরা । আরে ভাবতে ভাবতে হাছন রাজার তনু হইলো সারা ।