সুন্দর সুন্দর রসের রসিয়া রে ভালা ।
তোমার পিরীতি করিয়া হইলো রে জ্বালা ।
দেখি যে তোমার রুপ, সইয়ে মাথার জিনিয়ে দুপ ।
তাইসে করি উফ উফ শরীর হইলো কালা ।
তোমার দেখিয়া একী ভুলে সব দেশের সখী
কত রাত্র উকি বাকি হাছন জান মজিলা ।
হাছনজানের প্রাণ যায় হাছন রাজা গান গায় ।
তবু নাই ফিরিয়া চায় মনরে মোহিনা ।