হাছন রাজায় বলে, বুঝতে নারি মাবুদে কারে লইবো কোলে ।।
দিনে রাইতে যার প্রাণ খোদার লাগি জ্বলে ।
হাছন রাজা বলে সেই আল্লার জাতে মিলে ।।
হাছন রাজায় বুঝতে নারি মাবুদে কারে লইবো কোলে ।।
সব দুঃখ দূরে যাবে, খোদার জাতে গেলে ।
সর্বকার্য পূর্ণ হবে আল্লাতে মিশিলে ।।
হাছন রাজায় বলে বুঝতে নারি, মাবুদে কারে লইবো কোলে ।।