দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩১০

বন্ধে প্রেমের শেলে মোরে ঘাও দিলো রে ।
বন্ধে মারিলো রে ।
প্রেমের শেল দিয়া বুকে ঘাও দিলো রে ।
কিবা অপরাধ পাইয়া এ মত কৈল রে ।
না জানি কি দুঃখ ছিলো প্রাণ বন্ধুয়ার ।
প্রেম শেল মারিয়া বুকে কৈল উয়ার পার ।
ছটফট করে হাছন প্রেম শেল খাইয়া ।
প্রাণ যায় তবু আছে বন্ধের পানে চাইয়া ।
নাচে নাচে হাছন রাজা প্রেম শেল খাইয়া ।
সব সব দুঃখ দূরে গেলো চান্দ মুখ দেখিয়া ।