দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৭৯

চিরকালের দাস হইয়ে মনিবের কাজ করিনা রে ।
কেমনে মোরে ভালবাসিবে আমি কি তায় বুঝিনা রে ।।
হইয়ে চিরকালের দাস করি আমি অন্যের আশ ।
থাকিনা ঠাকুরের পাশ, ঠাকুরের কথা শুনিনা রে ।
আমারও দুষ্ট মতি কি হইবে আমার গতি ।
ছাড়িয়া আমি নিজ পতি উপপতি ছাড়িনা রে ।।
হইছি আমি বুদ্ধি হারা, লাগিয়াছে সংসারী বেড়া ।
দিনে দিনে হইছি সারা দেখিয়ে তো দেখিনা রে ।।
ওরে ওরে হাছন রাজা কেন হইলে অবুঝা ।
অন্যের সাথে করো মজা ঠাকুরের পূজা করিসনা রে ।।