দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২২০

হাছন রাজা গদা
নাচে নাচেরে দেখিয়া নিজে খোদা ।
আমি আল্লা আমি আল্লা
বলে সিধা সাদা ।।
আল্লা ছাড়া বলা কিচ্ছু
সবই বেহুদা ।।