আমার হৃদয়েতে শ্রী হরি
আমি কি তোর যমকে ভয় করি ।
শত যমকে তেড়ে দিবো, সহায় শিব শংকরী ।।
আমি যখন উঠি রেগে, দেখে যমদূত ভাগে ।
আসেনা মোর মায়ের আগে, দেখ যেয়ে লক্ষণছিরি ।।
হাছন রাজার সন্ধান আছে, যম কি আসবে তার কাছে ।
প্রাণ দিয়েছি হরির কাছে, যম কারে নিবে ধরি ।।