বন্দে নাচেরে নাচে, বন্দে আমারে পাগল করিয়াছে । বন্ধু বিনে হাছন রাজা কেউরে না গছে । বন্ধের পানে চাইয়া কেবল হাছন রাজা আছে । বন্ধু ছাড়া হইলে হাছন রাজা নাই বাঁচে । প্রেমের মাতাল হইয়া হাছন রাজা বসিয়া আছে । আল্লাতে লাগাইয়া দিল তার জাতে মিশিয়াছে ।