এলো ঠমকিয়া বালি মন আমার উদাস করিলে । লাল মুখ ডগ ডগ মিছরি দিয়া প্রাণ কাড়িলে । যে দেখে তোর রুপের ভঙ্গি সে হয় তোমার সঙ্গী । আমি তোমার যৌবন মাঙ্গি, কি যাদু মোরে করিলে । হাছন রাজা দেখিয়া তোরে মনপ্রাণ ছটফট করে । হাজির হইয়া আসি কিমত করিয়া মন হরিলে ।