দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪২৪

আমার মাঝে আছে আমার খোদা গো, প্রাণ সই ।
আমার মাঝে আছে আমার খোদা ।
আমি হইতে মাবুদ আল্লা নাই আছে জুদা গো ।
প্রাণ সই আমিই কানাইয়া হই, আমি হই রাধা ।
মধ্যেখানে মুল্লা মুন্সীয়ে কেন দেয় বাধা গো ।
আমার মাঝে আমার খোদা আমি নয়রে সুদা ।
মুল্লা মুন্সীর কথা যত সকলই বেহুদা গো ।
নাচিয়া নাচিয়া গান গায় হাছন রাজা গদা ।
আমি হইতে আমার খোদা বন্ধু না আছে আলাদা গো ।
প্রাণ সই হাছন রাজা গান গায় বুঝবে প্রেমিক বান্দা ।
প্রেমিক হইলে বুঝবে গান বুঝবেনা সব গাধা গো ।
প্রাণ সই সইয়া গো আমার মাঝে আছে আমার খোদা ।