দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ১০৯

নিশা লাগিলো রে বাঁকা দুই নয়নে
নিশা লাগিলো রে ।
হাছন রাজা প্যারীর প্রেমে মজিলো রে ।।
ছটফট করে হাছন দেখিয়া চান্দমুখ ।
হাছন জানের মুখ দেখি জন্মের গেলো দুখ ।।
হাছন জানের রুপটা দেখি ফালদি ফালদি ওঠে ।
চিড়াবাড়া হাছন রাজার বুকের মাঝে কুটে ।।