হাছন রাজা রে কয়দিন, কয়দিন তোর আর বাকী ।
এখনও নাচো তুমি লইয়ে সব সখী ।।
পুতের দাড়ি পাকিয়ে গেলো নাতির উঠিলো রেকি ।
এখনও সংসারী কামে রহিলায় ঠেকি ।।
দিন গেলো দিন গেলো কেবল দেখি দেখি ।
চিরকালই এইমতে কাল কাটাইবায় নাকি ।।
আনন্দ করিতে আছো করিয়াছি সুখি ।
পাছে দিয়া নাহি চাও, কি রাখিয়াছি লেখি ।।
পরমাত্মা জীবাত্মা সঙ্গে করে ডাকাডাকি ।
পিছে দিয়া ফিরিয়া চাওনা হইবায় দুঃখী ।।
হাছন রাজায় শুনিয়া বাক্য ফিরাইলো আঁখি
বন্ধের সঙ্গে মিলতো গিয়া, করে উকি বাকি ।