আল্লা গছর মছর । হাছন রাজায় বলে বুদ্ধির অগোচর ।। বুদ্ধি ছাড়িয়া গেলে আল্লা হয় ময়ছর । বুদ্ধি ছাড়িয়া দিয়া ঈমান দিয়া ধর ।। ধরলে পরে হাছন রাজা না থাকিবায় পর । আল্লা হইয়া থাকিবায় তুমি বরাবর ।।