দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩৪৩

সুনা দিদি সুনা দিদি গো ।
বন্ধে যদি নেয়না মোরে সঙ্গে ।
কেমন করিয়ে প্রাণের বন্ধেরে রাজি ময় করেঙ্গে ।
আঞ্জা করিয়ে ধরিয়ে মিলাইবো অঙ্গে অঙ্গে ।
গান গাইয়ে নাচিয়ে নাচিয়ে ভুলাইবো ঢঙ্গে ।
তবু যদি নেয়না সঙ্গে ধরমু রাঙা ঠেঙ্গে ।
হাছন জান নেস্ত হইয়ে মিশমু তার রঙ্গে ।
এই কথা মনে করি যায়রে সুরমা গাঙ্গে ।
পথে পাইয়া হাছন রাজায় কাঁখের কলসী ভাঙ্গে ।
রাধারে লেঙ্গিত যেমন শ্রীকৃষ্ণ তির ভঙ্গে ।
তেন মতে লেঙ্গ মারে হাছন রাজা লাঙ্গে ।