সুনা দাদার বউ চান্দ দাদার বউ গো
তুই মোরে পাগল করিলে ।
ঠানা মানা দেখাইয়া মন মজাইলে ।
আইসো আইসো রঙ্গিন বাউজ গো
আইসো আমার কোলে ।
তোমার লাগি হাছন রাজার মনপ্রাণ জ্বলে ।
রঙ্গ ঢঙ্গ করে বাউজে বাউজ আমার সুন্দরী ।
চান্দ মুখ দেখিয়া আমি বঞ্চিতে না পারি ।
বাউজের লাখান সুন্দরী যে ত্রিজগতে নাই ।
হাছন রাজা বলে বাউজরে জনমে জনমে চাই ।।