বাঁচবোনা আর হাছন রাজা প্রাণবন্ধু বিহনে ।
লাগিয়াছে পিরীতের আগুন হাছন রাজার মনে ।
লাগাইলো পিরীতের আগুন আমার মনমোহনে ।
আরে দেখা দিয়া না পাইয়া লুকাইলো কোন বনে ।
যাবো যাবো যাবো আমি তার অন্বেষণে ।
খোজ করিয়া দেখ একবার কাননে ।
বাঁচন মরণ হাছন রাজা কিছু নাই গণে ।
হাছন রাজার চিত্তে কেবল যাইতো বন্ধের সনে ।
হাছন রাজা বাঁচবোনা গো আর
লাগিয়াছে পিরীতের আগুন কলিজা মাঝার ।