দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৩১

সকলই ঠাকুরের লীলা
এক বিনে দুই নাই হাছন রাজা দেখিলা ।
সকলই ঠাকুরের লীলা ।
আগে এক বাদে এক মধ্যে দুইয়ের খেলা ।
দুই ছাড়িয়া দিলে ঠাকুরই একেলা ।
ঠাকুর দেখে হাছন রাজায় ভাবিয়া গেলা
এক ঠাকুরে লাগাইছে ভবানীর মেলা
ধ্যানে জ্ঞানে হৃদয়েতে হাছন রাজা দেখিনা ।।