মইলে কি ধন নিবায় সঙ্গে রে পাগল মন ।
হায়রে মইলে কি ধন নিবায় সঙ্গে ।
এই দিন যাইবো নি তোমার রসে আর রঙ্গে রে ।
না যাইবো তোর ধনজন না যাইবো স্ত্রী ।
না যাইবো লক্ষণছিরি কৌড়িয়া জমিদারী রে ।
যা যাইবো তোর কোড়া ঘোড়া না যাইবো রে হাতি ।
দোস্ত আপনার আপনার আরশি পরশী কেউ না হইবো সাথী রে ।
কোথায় রইবো হাসি রসি কোথায় নাচ রঙ্গ ।
কলে আসিয়া এই সব করিবেক ভঙ্গ রে ।
পাগল মন, তাই ভাবি হাছন রাজার কাল হইলো অঙ্গ ।
হাছন রাজায় ছাড়িয়া দিলো স্ত্রী পুত্রের সঙ্গ রে ।
একেলা কোথায় তোমার হইবো বসতি ।
আল্লা বিনে হাছন রাজার নাই আর গতি রে ।