দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩৯৯

দেখিয়া তোর নূরী অঙ্গ আর দেখিয়া ঝলমল রঙ্গ ।
হাছন রাজা পাগল হইয়া লইলো রে তোমার সঙ্গ ।
তোমার মত রুপের বাহার সংসারেতে আছে কাহার ।
রুপটি তোমার চমৎকার আচানক তোর রঙ্গ ঢঙ্গ ।
কি কবো তোমার খুবি জিনিয়ে দেখিও ইন্দ্র দেবী ।
আর জিনিয়ে শশী রবি দেখিয়া ঠেকলাম প্রেমফঙ্গ ।
হাছন রাজায় দেখিয়া তোরে
হায় হায় হায় হায় হায় হায় করে ।
প্রাণ যায় যায় আমি তো হইলাম সাঙ্গ ।