হাছন রাজার নাচিয়ে নাচিয়ে দিন গেলো । নিজে ঠাকুর হইয়ে হাছন নাচিতে লাগিলো ।। যে জনে বুঝিয়ে আছে ঠাকুরের লীলাখেলা । বুঝলো যেই সেই জন ঠাকুর হইলা । হাছন রাজা মিশিয়ে জাতে ঠাকুর হইলা । আমি আল্লা আমি আল্লা বলিতে লাগিলা ।।