তুমি কি সুখে রইলে গো প্রাণ ঘুমাইয়ে ।
কলার তলে ছটফট করি তোমার লাগিয়ে ।
তুমি তো রইয়াছো শুইয়ে ।
আমি এথা আছি বসিয়ে
মরিবো তোমারও লাগিয়ে দেখ গো আসিয়ে ।
প্রেমানলে মরি জ্বলিয়ে ।
প্রাণ মম নিয়েছো হরিয়ে, বাঁচি আমি কিমত করিয়ে ।
তোমায় না দেখিয়ে ।
হাছন রাজা কান্দিয়ে কয় মনে আমার হয় ।
তোমাতে হইতাম লয় অন্য না চাইয়ে ।