দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৬০

পাগল মোরে কইলো তোর সুন্দর খোপার ফুলে
আজব রঙের প্রেয়সী তুই, দেখি মন মোর ভুলে
চান্দের লাখান মুখখান দেখি বলি আয় কোলে
বুকে বুকে মিশাইয়া একবার ধর গলে ।
নিরখিয়া তোর রুপ মনন না হালে ঢিলে ।
তব প্রেমে মত্ত হইয়া হাছন রাজা জ্বলে জ্বলে ।
রঙ্গ তোর আচানক হাছন রাজায় বলে ।
এমন রুপ নাই স্বর্গ মর্ত্য পাতালে ।।