তুমি কেমন আছো গো ও প্রাণ প্রেয়সী ।
অন্তরের সহিতে তোমারে ভালবাসি ।
তুমি যে ছাড়িলে মোরে মনে আমার কিযে করে ।
বঞ্চিতে না পারি ঘরে তব উদাসী ।
লাগাইয়ে পিরীতের ফাঁসি কই গিয়ে রইলে বসি ।
না দেখিয়া চান্দমুখের হাসি হইছি সন্ন্যাসী ।
এই ছিলো কপালের লেখা তাই তোমায় না গেলো রাখা ।
হাছন রাজার কপাল বেকা মূলে নয় দোষী ।