লোকে বলে, লোকে বলেরে হাছন রাজা তুমি কে?
আমি যে মাবুদের খেলা বানাইয়াছে সে ।।
লোকে বলে, লোকে বলে রে হাছন রাজা তুমি কে?
আমারে বানাইয়া মাবুদ অন্তরেতে থাকে ।
অন্তরে থাকিয়া আল্লা সয়াল সংসার দেখে ।।
লোকে বলে, লোকে বলে রে হাছন রাজা তুমি কে?
আমি যে মাবুদের খেলা বানাইয়াছে সে ।।
আল্লা বিনে দুই নাই আছে সবে মিশে ।
লোকে বলে বলে রে হাছন রাজা তুমি কে?
এক বিনে দুই নাই হাছন রাজা হাসে ।
আল্লা আমি দুই নই পাগল লোকে দোষে
আল্লা আমি দুই নই পাগল লোকে দোষে ।।
লোকে বলে, লোকে বলে রে, হাছন রাজা তুমি কে?