হাছন রাজা চাইয়া রইলো রে ।
সুন্দর পেয়ারী মোর প্রাণ নিলো রে ।
সুন্দর পেয়ারীয়ে আমার জান নিলো রে ।
জান নিলোরে আমার প্রাণ নিলো রে ।
হাছন রাজা দেখিয়া তাইরে চাই রইলো রে ।
কি কবো মুখেরই খুবি রঙেরই বাহার ।
সংসারে নাই দেখি এমত রুপ কাহার ।
ঝলমল ঝলমল ঝলমল করে সুন্দরী রঙে ।
চায় ছিনিয়ে ঝলমল করে সুন্দরীর অঙ্গে ।
বাঁকা তেরছা হইয়া চলছে কত ঢঙ্গে ঢাঙ্গে ।
হাছন রাজায় মনে মনে কতই না মাঙ্গে ।
নাচিয়া নাচিয়া যায় যে পেয়ারী সুরমা নদী গাঙ্গে ।
হাছন রাজা উন্মাদ হইয়া যায় সঙ্গে সঙ্গে ।
রাধার সঙ্গে যেমত করতো শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গে
সেই মত হাছন রাজায় কাঙ্খের কলসী ভাঙ্গে ।