দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৪৭

আপন ভাবনা ভাবিয়া কূল পাইলাম না ।
মূল কি শাখা আমি তারে বুঝলাম না ।
সামিউন বাসিরুন তুই আমিও হই সেই
কিছু নহে আমি বৈ বুঝিয়া বুঝিনা ।
আমিই নিরাকার আমিই সাকার
সবই দেখি একাকার এক গণি না ।
নাই মোর মরণ সর্বদা জীয়ন
তারে বুঝলে মন শমন আসেনা ।
জ্ঞান চোখে দেখি সকলই একই
মাতয়ায় ঠেকি তারে চিনিনা ।
সকলই সেই কিছু নয় মুই, ঐ ঐ ঐ ঐ আর কিছুনা ।
তুমি আগে তুমি পিছে হাছন রাজায় নাচে নাচে ।
তুমি ছাড়া কেউ না আছে, হাছন রাজা ছাড়া না ।