দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৪৯

আমি ভাবিয়া দেখি গো, আমার মাঝে আমার খোদা গো ।
আমা হইতে আমার খোদা নাই আছে জুদা ।
আমার মাঝে আছে আল্লা তাতে নাই ভুল ।
অবুঝরায় না বুঝিয়া করে গণ্ডগোল ।
দিলের মাঝে আছে আল্লা দেখ ভাই মমিন ।
আমি ছাড়া আল্লা নয়রে জানিও একিন ।
মমিনের দিলের মাঝে আল্লারও আরশ ।
সর্বদা হৃদয়ে রাখি মনে এই আশ ।
হাছন রাজা বলে আল্লা আছে আমার পাশ ।
মিশিতাম তাহার রঙ্গে এই আমার আশ ।